Info
বিদেশে থাকি যুগ ধরে, ভবনার খোঁজে নানা খোপে নিজেকে খুঁজে থাকি সর্বময়। সবগুলো কবিতায় আমার নিজস্বতা প্রকাশিত - কিন্তু ভাল লাগার দায়িত্ব শ্রোতার...
22 MAR 2022 · অভিমান তুমি
------------
অভিমান তুমি বিষন্ন সন্ধ্যা, অথবা কালো জোনাকি অন্ধকারে জ্বলজ্বল করো কিন্তু কেউ তোমাকে চেনে না।
অভিমান তুমি আকাশ কালো করা মেঘ, অথবা ছোট্ট বেলার না বলতে পারা কতশত রাগ।
অভিমান তুমি অভিযোগ অথবা ভালবাসার অন্য রুপ।
অভিমান তুমি অপেক্ষা তার আলতো ছোয়ার, অথবা নয়ণের কোনে মুক্তো দানা।
অভিমান তুমি বিষাদ, রুপহীন কদর্য, অথবা ভীষণ সুন্দরের করুন মুখ।
অভিমান তুমি অচেনা, অভিব্যক্তিহীন, অস্পৃশ্য, অথবা আরাধ্য।
অভিমান তুমি রাত জাগা মন, না বলা কথা, আক্ষেপ।
অভিমান তুমি না চাওয়া অনেক কিছু, শুকনো মুখে অভিমানী দৃষ্টি।
অভিমান তুমি শেকল পড়া পায়ে কয়েদীর অপেক্ষা - মুক্তির আশায়।
অভিমান - জানি তোমাতেই মুক্তি, চেনা নিজেকে বারেবার অথবা তোমাকে অন্য কোন কবিতায়।
21 MAR 2022 · "অনেক দিন কবিতা লিখি না, অথবা ভাবি না নতুন কিছু,
অনেক দিন ভাবনার ডালপালা ছড়ায় না, ছড়ায় না ভিন্নতা,
অনেক দিন আকাশের দিকে তাকিয়ে ভাবতে বসি না, অন্য কোন জাগতিক আবেশের শূন্যতা পূরণে ব্যাস্ত হয়ে উঠি,
অনেক দিন কল্পনায় নদী দেখি না, দেখি না সন্ধ্যায় বদলে যাওয়া আকাশ,
অনেক দিন ভোর দেখি না, মুয়াজ্জিনের সুর করা আযান শুনি না,
অনেক দিন ফেরি ওলার ডাক শুনি না, একঘেয়ে ক্যাসেটের পুরনো সুরও শুনি না, সুর গুলো সব কোথায় জানি আটকে গেছে।
অনেক দিন টং এর চা খাই না, অথবা সদ্য ভাজা সিংগারা অথবা ঝাল মুড়ি ছোলা,
অনেক দিন বাবার ডাক শুনি না, শুনি না বলতে বাবু রাগ করিস না,
অনেক দিন গল্প লিখি না, পদ্য পড়ি না, অথবা সুর করে গানও গাই না,
সুর যখন বেসুরো বাজে, অনেক দিনের আক্ষেপ তখন দিনান্তে ফুরোয়।"
বিদেশে থাকি যুগ ধরে, ভবনার খোঁজে নানা খোপে নিজেকে খুঁজে থাকি সর্বময়। সবগুলো কবিতায় আমার নিজস্বতা প্রকাশিত - কিন্তু ভাল লাগার দায়িত্ব শ্রোতার...
Information
Author | Shafquat Morshed |
Organization | Shafquat Morshed |
Categories | Arts |
Website | - |
- |
Copyright 2024 - Spreaker Inc. an iHeartMedia Company